• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৮৪ হাজার গোলাপ একসঙ্গে ফুটে উঠার রহস্যময় কাহিনী (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ২০:২১
৮৪ হাজার গোলাপ একসঙ্গে ফুটে উঠার রহস্যময় কাহিনী (ভিডিও)
৮৪ হাজার গোলাপ একসঙ্গে ফুটে উঠার রহস্যময় কাহিনী (ভিডিও)

অটোমান সুলতানদের স্মৃতি বিজড়িত গোলহানে পার্ক। এটি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এবং এই শহরের প্রাচীনতম একটি পার্ক। এটাকে গোলহানা পার্কও বলা হয়। তোপকাপি প্রাসাদের নিকটে অবস্থিত এবং ঐতিহাসিক একটি পার্ক। ‘গোলহানে’ শব্দটি এসেছে ‘গালহান’ থেকে। শব্দটির অর্থ গোলাপের ঘর।

পার্কটিতে বসন্তে একসঙ্গে ৮০ হাজারেরও বেশি গোলাপ ফুল ফুটতো। হাজার হাজার টিউলিপ ফুলের বিছানাতে পার্কটি সহিত হতো। অটোমান সাম্রাজ্যের স্মৃতিতে বিজড়িত এই পার্কটি দেখতে অত্যন্ত সুন্দর। সুলতানরা সকাল-বিকাল হাঁটা-হাঁটি করতেন এই পার্কে।

গোলহানে পার্কে রং-বেরংয়ের হাজার রকমের ফুল রয়েছে। যা কিনা ভ্রমণ পিপাসুদের মন কাড়ে।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
X
Fresh