• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রাচীর ভেদ করে মুসলিমদের ইস্তাম্বুল জয় করার রহস্যময় ইতিহাস (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ২৩:২৩
প্রাচীর ভেদ করে মুসলিমদের ইস্তাম্বুল জয় করার রহস্যময় ইতিহাস (ভিডিও)
প্রাচীর ভেদ করে মুসলিমদের ইস্তাম্বুল জয় করার রহস্যময় ইতিহাস (ভিডিও)

বাইজেন্টাইন ওয়াল। ৩৩০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টিন বসফরাস প্রণালীর উপকূলে প্রতিষ্ঠা করেন কনস্টান্টিনোপল শহর। ৩৯৫ সালে রোমান সাম্রাজ্য দু’ভাগ হলে পূর্ব রোমান সাম্রাজ্যের নাম হয় বাইজেন্টাইন সাম্রাজ্য। যার রাজধানী হয় কনস্টান্টিনোপল।

পশ্চিমে রোমের প্রথম হলেও পূর্বে রোমান সাম্রাজ্যের ধারক হিসেবে বাইজেন্টাইন পতাকাতলে টিকেছিল কনস্টান্টিনোপল। শহরটি অনেকবার শত্রুদের আক্রমণের শিকার হলেও ১১ শতাব্দীর ইতিহাসে মাত্র একবারই এই শহর জয় করা সম্ভব হয়েছিল।

বাইজেন্টাইনকে পরাজিত করে সুলতান ফাতেহ মাহমুদ কিভাবে ইস্তাম্বুল জয় করলেন তা জানার আগ্রহ সবারই রয়েছে। এখানে প্যানোরোমা জাদুঘরের ভেতর ইস্তাম্বুল জয় করার ইতিহাস তুলে ধরা হয়েছে। জাদুঘরের ভেতরের দেয়ালে থাকা সুলতানদের ছবি দেখে বুঝা যাচ্ছে সুন্নতের প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh