• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৩ বছরে তৈরি হওয়া তুরস্কের বিস্ময়কর দোলমাবাহী প্রাসাদ (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ২২:৩৫
১৩ বছরে তৈরি হওয়া তুরস্কের বিস্ময়কর দোলমাবাহী প্রাসাদ (ভিডিও)
১৩ বছরে তৈরি হওয়া তুরস্কের বিস্ময়কর দোলমাবাহী প্রাসাদ (ভিডিও)

দোলমাবাহী প্রাসাদ। অটোমান শাসনামলের সুলতানরা যে সকল প্রাসাদ থেকে রাজ্য পরিচালনা করেছেন তার মধ্যে ‘দোলমাবাহী প্রাসাদ’ গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।

উসমানীয় দুটি প্রাসাদ। একটি তোপকাপে প্রাসাদ ও অন্যটি দোলমাবাহী প্রাসাদ। সাম্রাজ্য পরিচালনার জন্য রাজবংশের রুচির উপর তাদের প্রাসাদগুলো গড়ে উঠে। আব্বাসীয় খেলাফত ও স্পেনের উমাইয়া যুগের শাসনামলে তৈরি প্রাসাদগুলোর মতোই উসমানীয় যুগের প্রাসাদেও স্বতন্ত্র রুচি রয়েছে। উসমানীয় সাগর তীরে তৈরি প্রাসাদগুলো অনন্য।

দোলমাবাহে প্রাসাদটি বসফরাস প্রণালীর তীর ঘেঁষে অবস্থিত। পানির সঙ্গে লাগানো এসব দৃশ্য অসাধারণ। কখনো কখনো মনে হয় এগুলো যেন পানির উপরই তৈরি হয়েছে। জল-স্থলে উসমানীয় সুলতানদের যে দাপট ছিল তা এই প্রাসাদটি নির্মাণের দ্বারা প্রমাণ করেছে তারা।

প্রাসাদে বাদশাহদের থাকার জন্য বিভিন্ন ঘর রয়েছে। তার পাশেই নামাজ পড়ার জন্য ছোট ছোট মসজিদ কক্ষ রয়েছে। সকলে মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্যও মসজিদ রয়েছে। আবার এমন মসজিদও রয়েছে যেখানে গিয়ে তারা জুমা’র নামাজ আদায় করতেন।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
১০০ বছর পর খুলল মসজিদ, ঈদের নামাজ পড়লেন মুসলিমরা
X
Fresh