• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইয়ুব (আ.) অসুস্থ অবস্থায় যে গুহায় আশ্রয় নিয়েছিলেন (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ২২:১৭
আইয়ুব (আ.) অসুস্থ অবস্থায় যে গুহায় আশ্রয় নিয়েছিলেন (ভিডিও)
আইয়ুব (আ.) অসুস্থ অবস্থায় যে গুহায় আশ্রয় নিয়েছিলেন (ভিডিও)

মদিনাতুল আম্বিয়া শহরটির পুরনো নাম। নবী আম্বিয়া আলীহী মুরসালামের মদিনা এটি। অনেক নবী আম্বিয়া আলীহী মুরসালাম এসেছেন এখানে। তাদের অনেকের পদচারণায় ধন্য এ এলাকা। তাই এই এলাকার নামই হচ্ছে মদিনাতুল আম্বিয়া। সিরিয়ার পাশে হওয়ার কারণে অনেক নবী আম্বিয়া আলীহী মুরসালাম এসেছিলেন এখানে। তাদের অনেকের স্মৃতি বিজড়িত জায়গা এ অঞ্চলে রয়েছে।

এখানে রয়েছে হযরত আইয়ুব (আ.)-এর কবরস্থান করা কূপ ও মাকাম। তিনি অসুস্থ হওয়ার পর যে কূপে অবস্থান করেছিলেন, যে মাকামে আশ্রয় নিয়েছিলেন তা রয়েছে এই অঞ্চলে।

হযরত আইয়ুব (আ.)-এর ধৈর্যের পরীক্ষা আল্লাহ তা’আলা নিয়েছেন। তিনি অসুস্থ থাকার পরও আল্লাহ’র কাছে প্রার্থনা করেছেন। অসুস্থতায়, ব্যথায় যখন কাতর ছিলেন তখনও শুধু আল্লাহকেই ডেকেছেন তিনি।

এখানে একটি গুহা রয়েছে। ধারণা করা হয় হযরত আইয়ুব (আ.)-এই গুহাটিতে অসুস্থ অবস্থায় আশ্রয় নিয়েছিলেন। এছাড়া সামনে একটি কূপ রয়েছে। কূপের পানি পান করার পর আল্লাহ তাকে সুস্থ করেছিলেন। তবে তিনি কত বছর অসুস্থ ছিলেন তা নিয়ে মতবিরোধ রয়েছে।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তুরস্ক
অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক
X
Fresh