• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঐতিহাসিক এই প্রাসাদে রয়েছে নবীজী’র দাঁড়ি-টুপি-তলোয়ার (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২১, ১৬:৪৪
ঐতিহাসিক এই প্রাসাদে রয়েছে নবীজী’র দাঁড়ি-টুপি-তলোয়ার (ভিডিও)
ঐতিহাসিক এই প্রাসাদে রয়েছে নবীজী’র দাঁড়ি-টুপি-তলোয়ার (ভিডিও)

তোপকাপি প্রাসাদ বা মিউজিয়াম। প্রাসাদটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদনস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। প্রাসাদটিতে মুসলমানদের জন্য পবিত্র কিছু আলামত, নিদর্শন রয়েছে। যা হযরত মুহাম্মদ (সা.)-এর দৈনন্দিন জীবনের সঙ্গে ব্যবহৃত।

অটোমানরা যখন ভবনগুলো নির্মাণ করে তখন কোনো বিদ্যুৎ ছিল না। যে কারণে গম্বুজের নিচে বিশাল আকৃতির জানালা করা হয়েছে। এসব জানালা বাইরে থেকে ভেতরে আলো পৌঁছাতে সহযোগিতা করে এবং রাতের বেলায় তাপমাত্রাকে সহনীয় করে রাখার জন্য ভূমিকা রাখে।

প্রাসাদের ভেতরের নকশাগুলো দেখে মনে হবে এগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো। কিন্তু এসব স্বর্ণের নয়, এগুলো অটোমানরা রং করে গেছেন। যেসব নকশা করা আছে তা বর্তমানে প্রযুক্তির ব্যবহার ছাড়া সম্ভব হয় না। অথচ অটোমানরা স্বহস্তে করে গেছেন এসব নকশাগুলো।

অটোমানরা যে সকল কাজ করেছেন তাতে পাথরের ছোঁয়া রয়েছে। যা খুবই নিখুঁত এবং অভিজ্ঞ লোক ছাড়া সম্ভব নয়। তোপকাপি প্রাসাদের ভেতরে নবী (সা.)-এর ব্যবহৃত আসবাবপত্র সংরক্ষিত রয়েছে।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh