• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেন এত গুপ্ত সম্পদ ও রহস্যে ভরা তুরস্কের বসফরাস প্রণালী? (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২১, ২২:০২
কেন এত গুপ্ত সম্পদ ও রহস্যে ভরা তুরস্কের বসফরাস প্রণালী? (ভিডিও)
কেন এত গুপ্ত সম্পদ ও রহস্যে ভরা তুরস্কের বসফরাস প্রণালী? (ভিডিও)

বসফরাস প্রণালী হচ্ছে একটি জল প্রণালী। এটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। প্রণালীটিকে অনেক সময় ‘ইস্তাম্বুল প্রণালী’-ও বলা হয়। বসফরাস, মার্মারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দিন এলাচ প্রণালী নিয়ে তুর্কি প্রণালী গঠিত। এছাড়াও প্রণালীটি বিশ্বের নৌ চলাচলের ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মার্মারা উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

বসফরাস প্রণালীর মধ্য দিয়ে ইউরোপ এবং এশিয়ার মাঝখানে সংযুক্ত হয়েছে। বসফরাস ব্রিজকে ঝুলন্ত সেতুও বলা হয়। এই প্রণালীর পাড়ে দাঁড়িয়ে এশিয়া এবং ইউরোপের অংশ দেখা যায়।

বাংলাদেশ থেকে অনেকে ব্যবসায়িক কাজে তুরস্ক যায়। তাদের অনেকে জাহাজযোগে তুরস্ক যায়। পূর্ব-পশ্চিমের অনেক দেশসহ এশিয়ার বিভিন্ন দেশ এই প্রণালী ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি করে।

মার্মারা উপসাগর-বসফরাস প্রণালীর কূলেই অবস্থিত অটোমান সাম্রাজ্যের কিছু ভবন। ভবনগুলো সাগরের ঠিক ওপরের ভাগেই অবস্থিত। এই সাম্রাজ্যের দেয়ালগুলো অনেক বিস্তৃত। দেয়ালগুলো ভূমি থেকে অনেক উঁচু। ১৪০০ মিটার পর্যন্ত উঁচু ছিল দেয়ালগুলো, কিন্তু কালের বিবর্তনে এখন অনেকটা ভেঙে গেছে।

আরও তথ্যসহ বিস্তারিত জানা যাবে ভিডিওতে

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তুরস্ক
অপতথ্য প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক
X
Fresh