• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অটোমান শাসনামলে কী হতো এই প্রাসাদে? (ভিডিও)

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২১, ১৬:৫৯
অটোমান শাসনামলে কী হতো এই প্রাসাদে? (ভিডিও)
অটোমান শাসনামলে কী হতো এই প্রাসাদে? (ভিডিও)

অটোমান শাসনামলে রাজার প্রতি মানুষের ভালোবাসা এবং মানুষের প্রতি রাজার ভালোবাসা কেমন ছিল, এ প্রশ্ন থাকা স্বাভাবিক। কিভাবে ইউরোপকে শাসন করলেন এবং এশিয়া থেকে আরব, আরব থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, পশ্চিম-পূর্ব সবদিকেই জয়জয়কার অবস্থা ছিল এই শাসনামলের রাজাদের। কিন্তু কিভাবে সম্ভব ছিল সেসবই তুলে ধরা হবে আজ। তাদের শাসনামলে এই প্রাসাদে রাজাদের কর্মকাণ্ড অবাক করে সবাইকে।

অটোমান শাসনামলে সাম্রাজ্যটির সীমানা ছিল পূর্বে পারস্য উপসাগর থেকে ইউরোপের বলকানন চর পর্যন্ত। উত্তর-পূর্বে হাঙ্গেরি, উত্তর কৃষ্ণসাগর রাশিয়া, ককেশাস, পশ্চিমে ইরান, মধ্যপ্রাচ্য, ইরাক, সিরিয়া ও ফিলিস্তিন। লেবানন, জর্ডান, মক্কা-মদিনা এবং দক্ষিণের মিশর থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এই সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধে।

প্রাসাদের সামনেই রয়েছে একটি জলাশয়। যেখানে সেই সময় বৃষ্টির পানি জমিয়ে রাখা হতো। কৃত্রিমভাবে সংরক্ষণ করা বৃষ্টির পানি পরবর্তীতে কখনো কোনো কাজ বা পানীয়ের জন্য ব্যবহার করা হতো।

এছাড়া প্রাসাদের দেয়ালগুলো বড় বড় পাথরের তৈরি। পাথরগুলো দেখতে ইটের মতো হলেও এসব পাথরের ওজন কোনোটা ৪০ কেজি, কোনোটা আবার একটন বা দুই টনেরও বেশি।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh