• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেহরি কী ও রোজা রাখার নিয়ত

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ২০:০৬
সেহরি কী ও রোজা রাখার নিয়ত
সেহরি কী ও রোজা রাখার নিয়ত

সেহরি বা সেহেরি বা সাহরী হলো বিশ্ব মুসলিম জাতির ধর্মীয় ও ঐতিহ্যবাহী নাশতা খাবার; যা কিনা পবিত্র মাহে রমজান মাস বা বছরের অন্যান্য যেকোনো দিন সাওম বা রোজা পালনের জন্য ফজরের নামাজ বা ঊষার পূর্বে খাওয়া হয় বা গ্রহণ করা হয়। ইসলামী নিয়ম অনুযায়ী প্রতিটি সুস্থ-সবল মুসলমানের জন্য রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক।

রোজা রাখার নিয়ত :
আরবি নিয়তের বাংলা উচ্চারণ :
নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম

বাংলা অর্থ : হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজা রাখার বাংলায় নিয়ত : হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।


এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত
একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার যে দেশে ঈদ
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh