• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভি’তে শুরু হলো মাসব্যাপী ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’

ধর্ম ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৯:৪২
আরটিভি’তে শুরু হলো মাসব্যাপী ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’
আরটিভি’তে শুরু হলো মাসব্যাপী ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’

মাহে রমজান উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী আরটিভির ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২১’ অনুষ্ঠান। দেশের মোট ১৮টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁও-এ অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করে সেরা ৩১ প্রতিযোগীদের নিয়ে শুরু হয় মূল রাউন্ড।

অনুষ্ঠানের আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ। ‘জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠানটি’ কোরআনের সুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং দর্শকগণ একটি মনোমুগ্ধকর রিয়েলিটি শো দেখতে পাবে বলে আরটিভি কর্তৃপক্ষের বিশ্বাস।

এম শামসুদ্দিন মিঠুর প্রযোজনায় জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন আরটিভির পর্দায় রমজান মাসজুড়ে সম্প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টায়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh