• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রতিদিন ৬০ হাজার লিটার স্যানিটাইজার দিয়ে ধোয়া হবে গ্র্যান্ড মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ২১:৫০
Saudi Arabia's Grand Mosque to be cleaned daily with 60,000 litres of sanitiser during Ramadan
সংগৃহীত

পবিত্র রমজান মাসে প্রতিদিন ৬০ হাজার লিটার স্যানিটাইজার ব্যবহার করে ১০ বার ধোয়া হবে মক্কার গ্র্যান্ড মসজিদ। এসময় ৩০টি থার্মাল ক্যামেরা দিয়ে মসজিদে আসা সীমিত সংখ্যক মুসল্লি তাপমাত্রা মাপা হবে। যাতে করে রমজানের সময় সবাইকে করোনাভাইরাস থেকে রক্ষা করা যায়।

করোনার কারণে স্থগিত থাকার সাত মাস পর গত বছরের অক্টোবরে ওমরাহ হজ পুনরায় শুরু হয়। তবে সরকারি একটি অ্যাপ দিয়ে প্রতিদিন সীমিত সংখ্যক মুসল্লি ওমরাহ হজ পালনের সুযোগ পায়। এমতাবস্থায় আসন্ন রমজানকে ঘিরে নিজেদের পদক্ষেপের কথা জানায় গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব মুসল্লির জন্য সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ইবাদতের বিশেষ স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মসজিদে আসা সব মুসল্লিকে রেডি-মেড ইফতার দেয়া হবে।

এদিকে বোতলে ভরে জমজমের পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য দিনে ২ লাখ বোতল পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ হাজারেরও বেশি কর্মী নিযুক্ত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা : জি এম কাদের
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh