• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুলে দেয়া হচ্ছে মোহাম্মদ (সা.)’র রওজা

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৪:০৬
Rawza Mubarak, being opened
পবিত্র মসজিদে নববী

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার অবশেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবশেষে খুলে দেওয়া হচ্ছে।

সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী আগামী রোববার থেকে জিয়ারতকারীদের জন্য এটি খোলা হচ্ছে। একই দিনে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরাহর অনুমতি দেয়া হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮ অক্টোবর থেকে মসজিদে নববীর মসজিদটি সবার জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া মক্কার মসজিদুল হারামেও ৪০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।
তবে ওমরাহর জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

আরও পড়ুনঃ

১৪০০ বছর আগেই মহামারির সময় কোয়ারেন্টিনের কথা বলেছেন মুহাম্মদ (সা.): মার্কিন গবেষক

মহানবী (সা.) এর সময়ের কুরআনের পাণ্ডুলিপি রয়েছে ব্রিটেনে

মুহাম্মদ (সা.) কে অবমাননা মতপ্রকাশের স্বাধীনতার সীমালঙ্ঘন: ইউরোপীয় আদালত

অন্যদিকে আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশ্যে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এক্ষেত্রে সব ধরণের বিধিনিষেধ মানতে হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh