Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১৫:৩৪
আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৭:৪২

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন (ভিডিও)

প্রতি বছরের মতো এবারও জিলহজের ৯ তারিখ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করেছে হারামাইন কর্তৃপক্ষ।

সৌদি নিউজ এজেন্সি জানায়, পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ গতকাল বুধবার কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় কাবার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে। গিলাফ পরিবর্তনের বিশেষ দল দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করে।

পবিত্র কাবার গিলাফ (কিসওয়াহ) বিশেষ মালবাহী গাড়িযোগে আনা হয়। গিলাফের ক্ষয়-ক্ষতি রোধে তাতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধাতব পদার্থ। জরুরি প্রয়োজনে থাকে দক্ষ প্রযুক্তি কর্মীর দল ও বিশেষ গাড়ির ব্যবস্থা।

গিলাফের ওপর স্বার্ণের প্রলেপকৃত রূপার সুতোয় সুচারুরূপে লেখা আছে, ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্য। এতে আরও লিখা আছে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ ‘সুবহানাল্লাহিল আজিম’ ‘ইয়া দায়্যান, ইয়া মান্নান’। গিলাফটি তৈরিতে ৬৭০ কি.গ্রা. কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কি.গ্রা. স্বর্ণ ও একশ কি.গ্রা রূপার তার ব্যবহার করা হয়।

এমকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS