• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেনে নিন সেহরি ও ইফতারের সময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান শুরু হতে পারে ১৭ মে। বিষয়টি সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ফাউন্ডেশনের মুফাসসির ড. মাও. আবু সালেহ পাটোয়ারী এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সময়সূচিতে দেখা যায়, ঢাকায় এবার প্রথম রোজার সেহরি শেষের সময় ৩টা ৪৬ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৮ মিনিট। অন্যদিকে ঢাকায় শেষ রোজার সেহরির শেষ সময় ৩টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৫১ মিনিট।

--------------------------------------------------------
আরও পড়ুন : কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপে যাবজ্জীবন
--------------------------------------------------------

সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের তিন মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে। সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দেয়া হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেহরি ও ইফতারের এই সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

আরও পড়ুন :

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রমজান দেশে দেশে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
রমজান মাসে ৪ বিশেষ আমল
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
X
Fresh