• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতেই পাওয়া যাচ্ছে করোনা প্রতিষেধক!

R কিছু ফান ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮
Advertisement of Abul Kashem of Noakhali
নোয়াখালীর আবুল কাশেমের বিজ্ঞাপন

বৈশ্বিক মহামারি করোনার থাবায় পৃথিবীজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা যেন থামছেই না। চলমান জীবনের ছন্দপতনে আমরা সবাই বিষণ্ণ। করোনাকালীন "নিউ নরমাল" জীবনে অভ্যস্ত হয়ে গেলেও আমাদের সবার মনে একটাই প্রশ্ন, কবে আসবে করোনা ভ্যাকসিন? কবে আমরা করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার ফিরবো আগের জীবনে? বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা, ভারত কিংবা করোনার উৎপত্তিস্থল চীনও এখনো পর্যন্ত করোনা প্রতিষেধক আবিষ্কারে সফল হতে পারেনি।

তবে আর নয় হতাশা। বিশ্ববাসীকে আশার আলো দেখিয়েছেন নোয়াখালীর আবুল কাশেম। কেরোসিন তেল ব্যবহারে করোনা পালাবে, এমন এক বিবৃতিতে তিনি জানান ঘরেই তৈরি করে ফেলতে পারবেন করোনা প্রতিষেধক। আবুল কাশেম জানিয়েছেন, আমি কোনো ডাক্তার কিংবা কবিরাজ নই।

এমন বিবৃতির পর প্রতিষেধকটা স্বপ্নে প্রাপ্ত কিনা জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এছাড়া আবুল কাশেম জানান, এই ওষুধটি ক্রয় কিংবা বিক্রয়যোগ্য নয়, যেকেউ চাইলে ঘরে বসেই এই ওষুধটি বানিয়ে নিতে পারেন। মাত্র ২ ঘণ্টায় করোনা পালাবে, এমন ওষুধ সংগ্রহে আবুল কাশেম তার ঠিকানা দিয়েছেন।

লেখা- রাফি আদনান

উল্লেখ্য, 'R কিছু ফান' আরটিভি নিউজের রম্যবিভাগ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • R কিছু ফান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি একরামুলের শাস্তি দাবি জেলা আ.লীগের
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
X
Fresh