• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মহিলা কাউন্সিলের উদ্যোগে সিডনিতে বাংলাদেশি পিঠা উৎসব

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ১৬:৪৩
Bangladeshi Pie Festival in Sydney organized by Women's Council
অনুষ্ঠানের প্রধান আয়োজনে ছিলেন শাহিনুর রহমান (শানু) এবং সাজেদা আক্তার (সানজিদা)

দক্ষিণ গোলার্ধের এই প্রশান্ত মহাসাগরের পারে অস্ট্রেলিয়া মহাদেশের বুকে মহিলা কাউন্সিলের উদ্যোগে সিডনির গ্রিন একরে ছোট্ট কিন্তু মধুময় পরিবেশে পিঠা উৎসব উদযাপন করা হয়।
স্থানীয় সরকারের স্বাস্থ্য নীতিমালা মেনে কয়েক ধাপে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দেশীয় হরেক রকম পিঠার আয়োজন করা হয় যা প্রবাসের ব্যস্ততম জীবনের কারণে সময় হয়ে ওঠে না। পিঠা উৎসবে পিঠা উপভোগ করার জন্য প্রতিবারে ২০ জন করে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান আয়োজনে ছিলেন শাহিনুর রহমান (শানু) এবং সাজেদা আক্তার (সানজিদা)। এছাড়া উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিশা তাসমিম তানিয়া, সভাপতি ফাগুন হাওয়া, তাম্মি পারভেজ, সভাপতি গ্রান্ড ল্যাকেম্বা ঈদ বাজার, হিমা রিজওয়ার, সত্ত্বাধিকারী রাহিল মেকআপ, হোসনে জাহান ফারজানা, ইসরাত জাহান কলি শারমিন তুবা, উর্মি, মিরিংকা, কেটি এবং উপমা প্রমুখ। পিঠা উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল।

সি/

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
X
Fresh