• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের মৃত্যুতে মালয়েশিয়া শ্রমিকলীগের দোয়া

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২২ জুন ২০২০, ১৩:৪০
Malaysian sramik League organised doa mahfil on the death of the veteran leaders AL
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। রোববার দলটির নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের এসব বর্ষীয়ান সৈনিকদের চলে যাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের এই শূন্যতা সহজে পুরণ হবার নয়।

মালয়েশিয়া শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এসব রাজনীতিবিদরা তাদের কাজের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকবেন বাংলার মানুষের হৃদয়ে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সহ-সভাপতি আনোয়ার হোসেন টবলু, সহ-সভাপতি মো. আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ত্বকী আহমেদ, জিদুল ইসলামসহ অনেকে।

পরে মৃত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা ত্বকী আহমেদ।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh