• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

স্বদেশীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেপ্তার

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ১২ জুন ২০২০, ১৮:২৭
12 bangladeshi arrested in malaysia over countyman's death
সংগৃহীত

এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার দেশটির পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জালান আরা কুডা সড়কের একটি সবজি ফার্মের কোয়ার্টার থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর তাদের সাতদিনের রিমান্ডে নেয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় ওই ফার্মের ভেতর মোহাম্মদ আব্দুল লতিফ (৫৯) নামে এক বাংলাদেশির মরদেহ পাওয়া যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। আব্দুল লতিফকে হত্যার অভিযোগে ওই ফার্মে কাজ করা ১২ বাংলাদেশিকে আটক করে পুলিশ। আটককৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

খুন হওয়ার আগের রাতে দেশে পাঠানোর জন্য কর্মীদের কাছ থেকে ৪ হাজার রিঙ্গিত সংগ্রহ করেছিল আব্দুল লতিফ। তবে মরদেহ পাওয়ার পর ওই অর্থ তার বাসায় খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই টাকার কারণে আব্দুল লতিফকে হত্যা করা হয়ে থাকতে পারে।