• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুয়েতে রিমান্ডে নেয়া হয়েছে এমপি পাপুলকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১২:৪২
Kazi Shahid Islam Papul
কাজী শহীদ ইসলাম পাপুল

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশটির দেশটির পাবলিক প্রসিকিউটর রিমান্ডের আদেশ দেন। খবর গালফ নিউজের।

গেল শনিবার কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আল রাইকে কুয়েতে থাকা বাংলাদেশ দূতাবাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশি রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, শুনেছি তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে।