• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে ৪২ দিনে ২১৭ জন বাংলাদেশির মৃত্যু 

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ৩০ এপ্রিল ২০২০, ০৮:৩৬
corona
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র করোনায় বাংলাদেশিদের মৃত্যু অব্যাহত রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই কয়েকজন করে বাংলাদেশী মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন। গত ২৪ ঘন্টায় আমেরিকায় আরও ১১ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। গেল ৪২ দিনে ২১৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, নতুন মৃতদের মধ্যে তিনজনই সন্দ্বীপের বাসিন্দা। গেল এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কম থাকলেও ২৮ এপ্রিল ১০ জনের বেশি বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ ৬৪ হাজার। মারা গেছে ৬১ হাজার ৬৫৬ জন।

এ দিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ লোক এবং মৃত্যুবরণ করেছে ২৩ হাজার ৪৭৪ জন।

নিউইয়র্ক সিটির গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে।

গেল ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জনের মৃত্য হয়েছে। যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯ জন নার্সিং হোমে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh