• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ১২ বাংলাদেশি

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০২০, ২০:৫০
মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ১২ বাংলাদেশি
ফাইল ছবি

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ চারশ ১৬ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি দাতুক নুর হিসাম আব্দুল্লাহ আজ এ তথ্য প্রকাশ করেছেন।

নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বিভিন্ন দেশের চারশ ১৬ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ইন্দোনেশিয়ার ৫১ জন, ভারতের ৩৭ জন, মিয়ানমারের ৩১ জন, পাকিস্তানের ২৯ জন, ফিলিপাইনের ২৭ জন, চায়নার ২৫ জন, বাংলাদেশি ১২ জন ও অন্যান দেশের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন।

নুর হিসাম আব্দুল্লাহ আরও বলেন, এসমস্ত অভিবাসীদের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে ইতোমধ্যে জানানো হয়েছে।

এদিকে এ বিষয়ে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, ১২ বাংলাদেশির আক্রান্তের খবর তাদের কাছে রয়েছে, তবে ওই বাংলাদেশিদের নাম পরিচয় এখনও তারা পায়নি।

দুইএকদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আজও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯ জন আর মারা গেছেন দুইজন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২২৮। আর মারা গেছেন ৬৭ জন ও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬০৮ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh