• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরো ৭ বাংলাদেশির মৃত্য

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র:

  ৩১ মার্চ ২০২০, ১৩:৫০
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৭ বাংলাদেশির মৃত্য
ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় আরো ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার নিউইয়র্কে ৫ জন, নিউজার্সি ও মিশিগানে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের ওজনপার্কের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরীর (৭৫), জ্যামাইকার হিলসাইড বসবাসরত নিশাত চৌধুরী (৩২), ব্রুকলিনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, জ্যামাইকার বাসিন্দা খালেদ হাসমত (৬০) ও ফটোসাংবাদিক এ হাই স্বপন নিউইয়র্কের মারা গেছেন।
এছাড়া নিউজার্সি অঙ্গরাজ্যে বসবাসরত আলী আকবর নামের আরো এক বাংলাদেশির মৃত্যু হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটির বাসিন্দা, গোলাপগঞ্জ সমিতির সহ-সভাপতি শেরুজ্জামান কোরেশী জাহানের বাবা শামসুল হুদা চৌধুরী (খালিছ মিয়া) বয়স ৮০ হেনরি ফ্রড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে মারা গেছেন।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসে গত রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৬ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আমেরিকায় সর্বমোট ৩০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় ১৬৪,২৫৩ জন।
মিশিগান সাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনাতে আক্রান্তের সংখ্যা ৬,৪৯৮ জন।
মিশিগানে করোনাতে মৃত্য বরণ করেছেন মোট ১৮৪ জন এর মধ্য ১ জন বাংলাদেশি রয়েছেন।
সোমবার মিশিগান স্টেটে ১ জন বাংলাদেশি মহিলা করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে কিছু সংবাদ মাধ্যমে খবরটি ছাপা হয়। মূলত সেই তথ্যটি ভুল ছিল। মরহুমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি নিউমোনিয়া, শ্বাস কষ্টজনিত কারণে মারা গেছেন।
আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ৩২৫। এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪২ জনের।
সি/

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh