• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসের ধকল সামাল দিতে যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাস

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২৬ মার্চ ২০২০, ১১:২০
করোনাভাইরাসের ধকল সামাল দিতে যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাস
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মহামারী কভিড-19 করোনাভাইরাসের ধ্বকল সামাল দিতে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস। সিনেটে পাস হওয়া ওই প্রস্তাবটির বিপক্ষে কেউ ভোট দেননি। ৯৬-০ ভোটে প্রস্তাবটি পাস হয়।
এটিকে যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক আখ্যা দেয়া হয়েছে। হোয়াইট হাউস এবং সিনেট মিলে মঙ্গলবার মধ্যরাতের পর আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক সহযোগিতার সমঝোতা হয়েছে।
২ ট্রিলিয়ন ডলারের এ নাগরিক সহযোগিতায় ৭৫ হাজার ডলারের নিচে বার্ষিক আয়ের লোকজনকে ১ হাজার ২০০ ডলারের এককালীন চেক দেয়া হবে। চার মাসের জন্য বেকার ভাতা দেয়া হবে সব কর্মহীনদের জন্য এবং সাহায্য করা হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানেও অর্থ সাহায্য যাবে। আইনপ্রণেতাদের প্রত্যাশা এ অর্থের নানামুখী প্রবাহ নিয়ে আমেরিকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৪৪ জনের।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh