• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে ইকামার মেয়াদ বাড়িয়ে দেয়ার ঘোষণার বিস্তারিত 

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২০, ১০:৫৩
সৌদিতে ইকামার মেয়াদ বাড়িয়ে দেয়ার ঘোষণার
ফাইল ছবি

যাদের ইকামার ( আমেল মনজিলি ও সায়েক খাছ ছাড়া) মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস বৃদ্ধি পাবে কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে তা কফিল ক্যান্সেল করতে পারবে। কেননা তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে। এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

২৫-২-২০২০ হতে ২০-৩-২০২০ এর মধ্যে কারো এক্সিট রি এন্ট্রি ভিসা ( ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এই সময়ে ছুটিতে যেতে না পারে তাহলে তার ছুটি ও তিন মাসের জন্য অটোমেটিক অনলাইনে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা পাবে কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

সূত্র: সৌদি জাওয়াজাত

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh