logo
  • ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২০, ১৫ চৈত্র ১৪২৬

করোনাভাইরাস: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

আরটিভি অনলাইন
|  ২১ মার্চ ২০২০, ০৯:১৪ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:৫২
করোনাভাইরাস: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার দিকে মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা যায়, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন গোলাম মাওলা নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিন রাখা হয়েছে।

গোলাম মাওলা (৫০)  ইতালির  মিলান শহরের বিজুত্তেরিয়ার ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। ইতালির মিলান ট্রেন স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রে এলাকায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তিনি। এখানে দীর্ঘদিন তিনি বিজুত্তেরিয়া (সিলভার, এমিটি সোনার গহনার দোকান) ব্যবসা করতেন। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের সবাই ইতালিতেই আছেন বলে জানা গেছে।

এসএস

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • প্রবাস এর সর্বশেষ
  • প্রবাস এর পাঠক প্রিয়