• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেদ্দায় ফরিদপুর প্রবাসীদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

জেদ্দা প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০
জেদ্দা ফরিদপুর প্রবাসী পিঠা উৎসব

শীতের নানারকম পিঠাপুলি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেকরকম স্বাদের পিঠা নিয়ে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ‘ফরিদপুর প্রবাসী সমিতি জেদ্দা’ আয়োজন করে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার। জেদ্দাস্থ আবহুর নাইয়েফ ভিলায় অনুষ্ঠিত উৎসবে ছিল বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক পিঠা। পাশাপাশি প্রবাসে বাঙালি শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাগর সৈকতের শহর জেদ্দায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কামরুল হাসান জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কাউন্সিলর মুজিবর রহমান। বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বাহা উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার খান, সহ সভাপতি শাহ আলম সাফা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন মিয়া, বোরহান উদ্দিন হাওলাদার, স্বপন মুন্সি, মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ পলাশ।

বক্তারা ঐতিহাসিক ফরিদপুরের ঐতিহ্য ধরে রেখে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে চলার আহ্বান জানান।

বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা তৈরি করে পিঠা প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন মিসেস লাভলী হানিস। এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের প্রবাসীরা।

পি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
উচ্চগতিতে ছুটবে ট্রেন, সতর্ক থাকার অনুরোধ
X
Fresh