• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০২০, ১০:০৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিন প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে জেদ্দার হাইআল সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দীনের ছেলে শাকিল মিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফরহাত আলীর ছেলে আল-আমিন। তারা সবাই জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন।

জানা যায়, নিহতদের বহনকারী গাড়িটিকে একটি বড় লরি ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবের পাড়ি জমান, আল-আমিন। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে যাওয়ার কথা ছিল তার। মরদেহগুলো জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
X
Fresh