• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিশিগানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ১২ নভেম্বর ২০১৯, ১০:০৪
47th anniversary of Bangladesh Awami Jubo League celebrated in Michigan, rtvonline
ছবি নিজস্ব

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে গত রবিবার রাত সাড়ে ৮টায় মিশিগানের ডেট্রোয়েট সিটির রেশমী রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোত্তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি খলকুর রহমান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আহমদ বাচ্চু, সালেহ আহমদ বাদল, মাসুদ চৌধুরী, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, আজমল হোসেন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, শাহীদ আহমদ মামুন, খোকন আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক মুকুল খাঁন, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, ক্রীড়া সম্পাদক মিলাক মারচেন্ট, মোহাম্মদ মোমেন হোসেন, মো. সুলেমান আহমদ, সুমন আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমীন, মিশিগান স্টেট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, সিনিয়র সদস্য হাসিন হাসনাত, আরিফ আরমান জিসান, রেজাউল হাসান, ইকবাল খাঁন, মাহবুব আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকে যখনই বাংলাদেশের নিরীহ, নিপীড়িত মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে তখনই উপমহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে সংগ্রাম করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে। বর্তমানেও যুবলীগ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। তারই ধারাবাহিকতা মিশিগান স্টেট যুবলীগ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রত্যেক স্টেট কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
X
Fresh