• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়া থেকে প্রবাসীদের এনআইডি প্রক্রিয়া চালু

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ০৬ নভেম্বর ২০১৯, ০৮:৫৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ
ছবি নিজস্ব

বিশ্বজুড়ে কর্মরত প্রবাসীদের বিদেশে বসে জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ড করার প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী। এসময় ভিডিও কনফারেন্সে বাংলাদেশ থেকে যুক্ত হন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের মতো প্রবাসীদেরও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। আর সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বজুড়ে থাকা কোটি প্রবাসী বিদেশে বসে তাদের মূল্যবান ভোটাধিকার প্রদান করতে পারবে। জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ড এর কার্যক্রম মালয়েশিয়া থেকে শুরু হয়ে ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh