• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে রাস্তায় সাজানো থাকে সাইকেল, চাইলেই চালাতে পারে যে কেউ (ভিডিও)

খান আলামিন, আরটিভি

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪

অসংখ্য সাইকেল রাস্তায় সাজানো। দেখে মনে হবে, মালিকানাবিহীন। তবে চাইলেই কেউ নিয়ে যেতে পারবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করে এসব সাইকেল চালাতে হবে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এই ব্যবস্থা খুবই জনপ্রিয়।

একসময় সাইকেলের দেশ হিসেবেই পরিচিত ছিল চীন। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই যাতায়াত করতেন সাইকেলে। সময়ের পরিক্রমায় মোটরগাড়ির নির্ভরতা বেড়েছে। কিন্তু হারিয়ে যায়নি সাইকেল।

কুনমিং শহরে হাঁটতে গেলেই নির্দিষ্ট দূরত্ব পরপর সাইকেল স্ট্যান্ডের দেখা মেলে। এগুলো কারো ব্যক্তিগত নয়। তবে সবাই নিজের মোবাইল অ্যাপ ব্যবহার করে লক খুলে চালাতে পারেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : জেদ্দা প্রবাসীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
---------------------------------------------------------------------

আশপাশে কেউ তদারকিতে নেই। তবুও ভয় নেই, খোয়া যাওয়ার। প্রতিটি সাইকেলে জিপিএস লাগানো। যে কেউ গন্তব্যে পৌঁছে কাছের কোনও স্ট্যান্ডে রেখে দিতে পারছেন তার ব্যবহৃত সাইকেল।

অল্প দূরত্বের যাতায়াতের জন্য বেশিরভাগ নগরবাসীর পছন্দ এসব সাইকেল। কর্তৃপক্ষও বাইসাইকেল ও মোটরসাইকেলের জন্য আলাদা লেন করে দিয়েছেন।

চীনে মোবাইক, ওবাইক এবং ওফ নামক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অধীনে চলছে এসব সাইকেল। প্রতিবার খরচ হয় বাংলাদেশি ১৩ থেকে ২৬ টাকার সমান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh