• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে মদ্যপ নারীর গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ১১ জুন ২০১৯, ১৭:৩৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে গাড়ির ধাক্কায় আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ এক মদ্যপ নারী গাড়িচালককে আটক করেছে।

স্থানীয় সময় ৯ জুন রাত ১১টায় ব্রুকলিনের ইস্ট 105 স্ট্রিট অ্যান্ড অ্যাভিনিউ ডিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ উবারের ই-ডেলিভারিম্যান ছিলেন। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে।

পুলিশ জানায়, ২৯ বছর বয়সী আবদুল্লাহ বাইসাইকেল চালিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় এক নারী গাড়িচালকের গাড়ি পেছন থেকে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। ২২ বছর বয়সী এই নারী মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে তার চার বছর বয়সী শিশু ছিল।

আশঙ্কাজনক অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে ব্রুকডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ তিন বছর আগে অবৈধপথে যুক্তরাষ্ট্রে যান। পরে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা মঞ্জুর হয়। তিনি গ্রিনকার্ডের জন্য অপেক্ষা করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কে/ডি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh