• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের মিশিগানে ঈদ উদযাপিত (ভিডিও)

কামরুজ্জামান হেলাল, মিশিগান, যুক্তরাষ্ট্র

  ১৬ জুন ২০১৮, ১০:৫৫

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ইপসিল্যানটি সিটিতে ঈদ উদযাপিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। এদিন সকাল ৯টায় ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির কনভোকেশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন ইমাম আবদুল্লা। ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের নারী ও পুরুষ মুসল্লি শরিক হন।

নামাজ শেষে বিশ্বের সব মুসলমান এবং মুসলিম রাষ্ট্রের শান্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিশ্বের সব দেশে একইসঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে না।

শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কুয়েত, বাহরাইন, সুদান, মিশর, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে।

এদিকে আজ শনিবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উদযাপিত হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-ইইউ
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
X
Fresh