• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইতালিতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত, আহত ২

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ এপ্রিল ২০১৮, ১৪:৫০
শামসুল হক স্বপনের ফেসবুক থেকে নেয়া

ইতালির মিলান শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে (বাংলাদেশ সময় বিকেলে) মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছো নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল হক স্বপন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল সালাম। তবে অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

স্বপনের ফেসবুক পেজ থেকে জানা গেছে, তিনি তিন বছর ধরে ক্যাফে দান্তে মিলানোতে কাজ করছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন :হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাদক ব্যবসা!
--------------------------------------------------------

নিহত স্বপনের একাধিক পরিচিত ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাইট ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন স্বপনসহ চারজন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রিনি পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে বাসার কাছাকাছি আসার পর তারা ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা স্বপনের পাশ ও সামনে থেকে একাধিকবার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন স্বপন। অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এদিকে স্বপনের মৃতদেহ মিলানস্থ নিগোয়ারদা হাসপাতালে রাখা হয়েছে।

অন্যদিকে ছিনতাইকারীদের হামলায় স্বপন নিহত ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh