• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ভ্যান উল্টে দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ ২০১৮, ১০:৪৫

মালয়েশিয়ার কুয়ানতান শহরে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাংলাদেশি শ্রমিকরা একটি ভ্যানে করে কুয়ানতানের ইস্ট কোস্ট হাইওয়ে অতিক্রম করছিলেন। খবর মালয়েশিয়ান নিউ স্ট্রেইট টাইমসের।

মালয়েশিয়ান এ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, পূর্ব উপকূলীয় হাইওয়ের তেমারলো জেলায় গতকাল বুধবার বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে।

তেমারলো জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জুনদিন মাহমুদ জানান, আহত ব্যক্তিরা নিহত এক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। তার নাম হোসাইন ফরহাদ (৩৬)। তিনি শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন। আর বাকিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভ্যান চালক বাহরাইনের নাগরিক নিসান আর্ভান(৫২) আহতদের মধ্যে ছিলেন বলে জানা যায়। নিসান একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত। এ থেকে সংশ্লিষ্টরা ধারণা করছেন হতাহতরা ওই কোম্পানিতে কাজ করেন।

স্থানীয় পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপাশের এক ড্রেনে উল্টে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে।

আহতদের বারনামা সুলতার হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh