• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

আল আজহার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা ১০ শিক্ষার্থীর ২ জন বাংলাদেশি

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি

  ২০ আগস্ট ২০২৪, ১৮:৩৪

জগত বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইনস্টিটিউটে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) এ বছর (সানাভিয়া আদবী) পরীক্ষার শীর্ষ ১০ এ রয়েছেন বাংলাদেশের ২ শিক্ষার্থী৷

সম্প্রতি আল আজহার আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন কেন্দ্রর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজে মেধা তালিকার ফলাফল প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানিয়েছে মিশরের গ্র্যান্ড ঈমাম শাইখুল‌ আজহারের উপদেষ্টা ও আল-আজহার আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের প্রধান ডক্টর নাহলা আল-সাইদি।

পেজটির তথ্যমতে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সানাভিয়া আদবীতে (উচ্চ মাধ্যমিক) সকল বিদেশি শিক্ষার্থীদের মাঝে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ২ শিক্ষার্থী।

সেরা দশে জায়গা করে নেওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থীরা হলেন, নোয়াখালী জেলা, সেনবাগ থানা, খাজুরিয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে ইমদাদুললাহ ফরহাদ। মেধা তালিকায় ৯১.৯৪ পেয়ে ৫ম স্থান অধিকার করেছে ফরহাদ।

৯০.৯০ পেয়ে ৮ম স্থান অধিকার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটিয়ারা গ্রামের মরহুম আবদুল খালেক এর ছেলে মাহমুদ আব্বাস।

তাছাড়া সেরা দশে অন্যরা হলেন যথাক্রমে, আমমার শফিক আহমাদ ভারত, আবদুল কাদের উদ জুলাইদ সোমালিয়া, রহিমা আব্দুর রহমান উমর সোমালিয়া, আবুযর আজমী ভারত, খাদিজা আগাইফা‌ আজারভাইজান, আব্দুল্লাহ হামিদুফ উজবেকিস্তান, রমলাহ ইউসুফ আবদুললাহ কেনিয়া ও রয়িসা কামিলা ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ১৫৫টি শ্রেণিকক্ষে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করেন। তাদের কাছ থেকে পাঠ গ্রহণ করেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের ২০ শতাংশ বিদেশি। বাংলাদেশ সহ ১০২টি দেশের শিক্ষার্থী আল-আজহারে লেখাপড়া করছেন।

বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার পাঁচ শত।

মন্তব্য করুন

Radhuni
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ অক্টোবর)
মিশরে ফিলিস্তিনি শরণার্থীদের সহযোগিতায় বিএম সাবাব ফাউন্ডেশন
৫ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিলো বিএসএফ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত