• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিউইয়র্কে কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ

কামরুজ্জামান (হেলাল), যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ০২ জানুয়ারি ২০২২, ১৬:০২
নিউইয়র্কে কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ
নিউইয়র্কে কোরআন ছুঁয়ে শপথ নিলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ, ছবি : প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। গত সোমবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি।

এর আগে ২ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিংটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন শাহানা হানিফ।

জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী শাহানা হানিফ নির্বাচিত হন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন।

পি/এসকে

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
X
Fresh