• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২১, ১৫:৩৩
মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ

করোনা সংক্রমণের মধ্যে টানা লকডাউনে বিপর্যস্ত অসহায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মালয়েশিয়ায় প্রবাসী পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ট্রেডার্স এসোসিয়েশন (বিজিটিএম) এর নেতৃবৃন্দ। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ দেড় শতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রিমিয়ার ঈগল ম্যানুফ্যাকচারিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজ, এ জে এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাহিদ হোসাইন ও আলম ফ্যাশনের রুমন আলম। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়াদের মাঝে এ উপহার তুলে দেন তারা। এসময় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে খাদ্য সংকটে পড়া প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্বচ্ছল প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ১ জুলাই থেকে অসহায় প্রবাসীদের মাঝে নিয়মিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে বিজিটিএম। এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এ সামগ্রী। নিজেদের সাধ্যমতো এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রবাসী পোশাক ব্যবসায়ী সংগঠনের নেতারা।
পি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
X
Fresh