• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগমুহূর্তে প্রবাসী আয় লাফিয়ে বাড়ছে

আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ২১:২৪
ঈদের আগমুহূর্তে প্রবাসী আয় লাফিয়ে বাড়ছে

করোনা সংক্রমণের সময়ে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো কয়েকগুণ বেড়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের বিদায়ী এপ্রিলে রেমিট্যান্স প্রায় ৯০ শতাংশের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (২ মে) অর্থমন্ত্রণালয় থেকে জানা গেছে, বিদায়ী এপ্রিলে ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ০৬ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ৮৫ টাকা ধরলে যার পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৬৯ কোটি টাকা। গত বছর এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার।

সংশ্লিষ্টরা জানায়, প্রতি বছর ঈদের আগমুহূর্তে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বেড়ে যায়। এবার করোনা মহামারিতে বৈধ পথে রেমিট্যান্স বেশি আসায় রেমিট্যান্সের আয় হিসেবে এসেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যোগাযোগ সীমিত হয়ে পড়েছে। সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে অনেক ব্যাংক বাড়তি ১ শতাংশ অর্থ দিচ্ছে। ঈদের কারণে অনেকে টাকা পাঠাচ্ছেন। ফলে ঈদের আগে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। একই কারণে সামনের কয়েক দিনও প্রচুর ডলার আসবে।

ঈদের আগমুহূর্তে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের সেবাদানকারী প্রতিষ্ঠান সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি ১ শতাংশ দেওয়ার অফার দিচ্ছে। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
X
Fresh