• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘মাস্টারশেফ’ অস্ট্রেলিয়ার ত্রয়োদশ আসর

বাংলাদেশি খাবারের পদ নিয়ে চূড়ান্ত পর্বে কিশোয়ার চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২১, ২০:৫৭
বাংলাদেশি খাবারের পদ নিয়ে চূড়ান্ত পর্বে কিশোয়ার চৌধুরী
বাংলাদেশি খাবারের পদ নিয়ে চূড়ান্ত পর্বে কিশোয়ার চৌধুরী

রান্নাবিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’ এখন বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি শো। সোমবার (১৯ এপ্রিল) শুরু হয়েছে ‘মাস্টারশেফ’ অস্ট্রেলিয়ার ত্রয়োদশ আসরের মূল পর্ব। এখন নর্দার্ন টেরিটরিতে এই প্রতিযোগিতার ও অনুষ্ঠানের দৃশ্যধারণ চলছে। বাছাই পর্বের যুদ্ধ শেষে চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন ২৪ জন প্রতিযোগী। আর এই পর্বে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।

কিশোয়ার চৌধুরী শো’টির ত্রয়োদশ আসরে বাছাইপর্বে রান্না করেন বাংলাদেশি পদ। প্রথম পর্বে তার সেই সকল রান্নার ঝলক সবাই দেখেছে। এছাড়া বাছাই পর্বে প্রতিযোগীদের পরিচিতি পর্ব এবং তাদের রান্নার প্রথম পদের বিষয়াদি প্রচার হয়েছে। বর্তমানে এই রিয়েলিটি শোয়ে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার।

এদিকে কিশোয়ার চৌধুরীকে নিয়ে বেশ সাড়া পড়েছে অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যমে। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থন করছেন তাকে। সকলেই এখন সমর্থন করছেন কিশোয়ারকে। সকলের প্রত্যাশা তার মাধ্যমেই আন্তর্জাতিক প্রচারমাধ্যমে শিগগিরই প্রচার হবে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী সুস্বাদু পদগুলো।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
X
Fresh