• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘রেমিটেন্স যোদ্ধাদের সম্মান দেয়না বাংলাদেশের দূতাবাসগুলো’

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:১৮
Bangladesh, embassies, do not respect, remittance fighters'
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরামের মানববন্ধন

প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা হওয়ার পরেও বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো তাদের খোঁজখবর রাখে না। এমনকি কোনো প্রবাসী সমস্যা নিয়ে দূতাবাসগুলোতে গেলে তাদের সম্মান করা হয় না বলে অভিযোগ করেছে বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০২০’ উপলক্ষে অভিবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে অভিবাসী আইন কার্যকর করা। করোনা দুর্যোগ মোকাবিলায় প্রবাস ফেরত শ্রমিকদের আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম।

অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে এ মানববন্ধনে বক্তরা বলেন, পরিবার-পরিজন ছেড়ে দূর-প্রবাসে রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে এমন ভূমিকা রাখলেও এই প্রবাসীরা এয়ারপোর্টে ভোগান্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইস্যুসহ বিভিন্ন কাজে হয়রানির শিকার হন।

সংগঠনের সভাপতি সাবিনা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম, লিনা মল্লিক, জাহাঙ্গীর মোল্লা, শামিমুল ইসলাম শিমু, রায়হান কবির, রেবেকা বেগম, তাসলিমা বেগম, শাহনাজ বেগম, মিলি বেগম প্রমুখ।

মানববন্ধনে সুমাইয়া ইসলাম বলেন, যে শ্রমিকের শ্রমে-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি গতিশীল রয়েছে সেই শ্রমিকদের জীবন স্থবির হয়ে পড়েছে। সরকার প্রবাসী শ্রমিকদের জন্য ২০১৩ সালে আইন প্রণয়ন করলেও সেই আইনের কোনো কার্যকারিতা নেই। আইন বাস্তবায়নে সরকারের অনীহা আইনের শাসনের পরিপন্থী।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
X
Fresh