• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছে না বাংলাদেশসহ ২৩টি দেশের শ্রমিক

  ০৪ নভেম্বর ২০২০, ১৯:৫৭
Malaysia,
ফাইল ছবি।

সারা বিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ বেশি বাংলাদেশসহ এমন ২৩টি দেশের শ্রমিকদের এখনই মালয়েশিয়ায় ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন বিভাগ থেকে অনুমিত না মিললে কেউই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ থাকায় এখন মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রবেশের অনুমতি নেই এবং সরকার পরিবর্তন করেনি।

ইমিগ্রেশনের অনুমোদন ছাড়া কোনো অভিবাসী শ্রমিক প্রবেশ করতে পারবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন কথা বলতে চাইলে স্বাগত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসমাইল সাবরি।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে গেলো মার্চ থেকে টানা লকডাউন চলছে মালয়েশিয়ায়। দীর্ঘ এ সময় জুড়ে সীমান্তেও কঠোর বিধি নিষেধ জারি করেছে দেশটি। মার্চের আগে ছুটিতে নিজ দেশে গিয়ে আর ফিরতে পারেননি অনেক অভিবাসী। এই অভিবাসীদের একটি বড় অংশ বাংলাদেশি যারা মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে। ঢাকায় বিক্ষোভের পর পরই সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি।

এম

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
X
Fresh