• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে চার নারীসহ ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার 

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি:

  ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২১
উদ্ধার হওয়া মরদেহ

মালয়েশিয়ার জোহর প্রদেশের দক্ষিন চীন সমুদ্র সৈকত তেলুক সি'তে ভেসে থাকা ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্দোনেশিয়া থেকে সমুদ্র পথে মালয়েশিয়া আসার পথে প্রবল স্রোতে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় জনই নারী। যাদের বয়স ৩১ থেকে ৪৬ বছরের মধ্যে বলে ধারনা করছে পুলিশ।

কোতা তিঙ্গি'র পুলিশ বলছে, রোববার স্থানীয় সময় সকাল নয়টা চল্লিশ মিনিটে বান্দার পেনোয়ারের কাছে তেলুক সি সৈকতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় একজন স্থানীয় নাগরিক। পরে একে একে চার নারীসহ ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। এর ঠিক এক কিলোমিটার দুরে নৌকায় ভাসমান অবস্থায় ছয় ইন্দোনেশিয়ান নাগরিক'কে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের আটক দেখিয়ে ইমিগ্রেশনের হাতে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া আসার সময় প্রবল স্রোতে নৌকা উল্টে ঐ ছয় জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জোহর বারু'র সুলতান ইসমাইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
X
Fresh