• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুয়েতে নিষিদ্ধ বাংলাদেশসহ ৩২ দেশ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

কুয়েত প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬
kuwait airport
ছবি- সংগৃহীত

করোনাভাইরাস রোধে কুয়েত প্রবেশে নিষিদ্ধের তালিকায় থাকা ৩২ দেশের বিষয়টি আলোচনা বা পর্যালোচনা হতে পারে বৃহস্পতিবার ।

সোমবার মুলতবি হওয়া মন্ত্রিপরিষদের বৈঠক বৃহস্পতিবার হবে এবং একই দিন বিষয়টি পর্যালোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩২ দেশের বিষয়ে কোন আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে দৈনিক আল কাবাস ।

গেল ১ আগস্ট থেকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা দেওযা হয়েছে বাংলাদেশ ভারত ও মিশরসহ ৩২ দেশ ।

নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। কুয়েতের মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে দেশটির আরবী দৈনিক আল কাবাস বিষয়টি নিশ্চিত করে।

প্রকাশিত সংবাদে আরও বলা হয়, নিষিদ্ধ ৩২ দেশের সার্বিক করোনা পরিস্থিতি হ্রাস ও বৃদ্ধি পর্যালোচনা করে কুয়েতে ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

তবে চালু আছে বিভিন্ন দেশের প্রবাসীদের কুয়েত থেকে নিজ দেশে ফিরতে বিশেষ ফ্লাইট চলাচলের ব্যবস্থা।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে কুয়েতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আরও তিন মাস বাড়ানো হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় সিক্ত জামালরা
কুয়েতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কুয়েতে প্রবাস বাংলার বিশেষ সম্মাননা ও সাহিত্য বিতরণ 
X
Fresh