• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৩১ ডিসেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা মালয়েশিয়ার 

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০২০, ২২:৩৯
Malaysia announces lockdown until 31 December
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন

করোনাভাইরাস মোকাবেলায় এবার বছরজুড়ে এমসিও রাখার সিদ্ধান্ত নিলো মালয়েশিয়া। আজ (শুক্রবার) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ৩১ ডিসেম্বর পর্যন্ত লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিনের নতুন নতুন সংক্রমণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমসিও'র পাশাপাশি স্টান্ডার্ড অপারেটিং সিস্টেম বা এসওপি মেনে চলতে সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এখনও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। তবে বিশেষ কোনো স্থানে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে এমসিও বা এসওপি ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনা হবে।

নতুন এ ঘোষণায় বিদেশি পর্যটকদের আসার যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল রাখা হয়েছে। আরএমসিও এর মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা সবকিছুই বহাল রাখা হয়েছে। এর ফলে যেসব অভিবাসী নিজ নিজ দেশে আটকা পড়েছেন তাদের মালয়েশিয়ায় ফেরা নিয়ে শঙ্কা আরো ঘনীভূত হলো।

আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের মৃতদেহ উদ্ধার

পি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ার কাছে অসহায় বাংলাদেশ!
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
বাংলাদেশি শ্রমিক সংকটে দুশ্চিন্তায় মালয়েশিয়ার চাষিরা
হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির
X
Fresh