• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২৫ আগস্ট ২০২০, ১৫:৩৭
foreign workers can took part in salah in mosque in Malaysia

পাঁচ মাসেরও বেশি সময় পর মসজিদে নামাজ আদায়ের অনুমতি পেয়েছে মালয়েশিয়ায় থাকা বিদেশিরা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। তবে সবাইকে নিবন্ধন করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। কিন্তু কতজনকে নামাজ আদায়ে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে তা মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

একই সঙ্গে কাউকে নামাজের কাপড় সঙ্গে না আনার পরামর্শ দেয়া হয়েছে। আগের মতোই বাধ্যতামূলক রাখা হয়েছে ফেসমাস্ক ব্যবহার। মাস্ক ছাড়া কাউকেই মসজিদে প্রবেশ করতে দেয় হবে না বলে জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় গেলো মার্চের মাঝামাঝি থেকে মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়। পরে স্থানীয়দের মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিলেও অনুমতি দেয়া হয়নি বিদেশিদের। ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়ায় তাই খুশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ কয়েক লাখ অভিবাসী।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
X
Fresh