• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস

আসলামউজ্জামান, ইতালি

  ১২ আগস্ট ২০২০, ১৫:৫৬
Greater Comilla Association Venice will work unitedly for the development of the community
সংগৃহীত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে গতকাল মঙ্গলবার প্রায় শতাধিক বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনীতে সরগরম হয়ে উঠে গোটা রেস্টুরেন্টের হলরুম।

কানায় কানায় ভর্তি হলরুমের প্রতিটি টেবিলে টেবিলে আড্ডা আর খোশগল্পে মেতে উঠে সবাই। প্রবাসের এই ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্থিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিনত হয় বাঙালির মিলনমেলায় ।

সকলের মুখে একরাশ ভালোবাসা আর ঐক‍্যবদ্ধতার দৃঢ়প্রত্যয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ঈদপুনর্মিলনীতে এক ভিন্নমাত্রা এনে দেয়। বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এবং যুগ্ম সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্মবিষয়ক সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন।

এরপর বৃহত্তর কুমিল্লা সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন। এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ্যদিয়ে সবার কাছে পরিচয় করিয়ে দেন সমিতির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য শরীফ মৃধা ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা ছিদ্দিকুর রহমান বকুল, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা মনোয়ার ক্লার্ক, উপদেষ্টা মাকসুদুর রহমান, উপদেষ্টা ইঞ্জি. সেঁজুতি দাসগুপ্ত, উপদেষ্টা প্রফেসর মুন্না, সিনিয়র সহ-সভাপতি কাজী আওলাদ হোসেন।

আহবায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, কার্যনির্বাহী কমিটির ২নং সদস্য আক্তারুজ্জামান, সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সৌর দাসগুপ্ত। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ভেনিসে কমিউনিটির উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করবে বৃহত্তর কুমিল্লা সমিতি এবং যেকোনো ভালো কাজের সাথে সবসময় সবার সাথে থাকবে। সবশেষে এক জাঁকজমক পূর্ণ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
X
Fresh