• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০২০, ০৯:২০
আসলাম রহমান
আসলাম রহমান

জ্বর ও শ্বাসকষ্টে দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আসলাম রহমান মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

বৃহস্পতিবার (৭ মে) রাতে তার প্রচণ্ড জ্বর ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামল দত্ত জানান, কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন আসলাম রহমান। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গত বুধবার মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার করোনা টেস্ট করানো হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে এর আগে দুজন সাংবাদিক মারা গেছেন। গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মারা যান। বুধবার (৬ মে) করোনার উপসর্গ নিয়ে মারা যান একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

এমকে

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
কবি নজরুল কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
বেইলি রোডের অগ্নিকাণ্ড : ৪০ মরদেহ হস্তান্তর, ডিএনএ টেস্ট হবে ৩ জনের
X
Fresh