• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুঁইফোড় অনলাইনগুলো অটোমেটিক্যালি ফেসআউট হয়ে যাবে: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুঁইফোড় অনলাইনগুলোকে চিহ্নিত করে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভুঁইফোড় অনলাইনগুলো অটোমেটিক্যালি ফেসআউট হয়ে যাবে।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের নবম ওয়েজবোর্ড নিয়ে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মন্ত্রিসভা কমিটির সদস্যদের বৈঠক শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘কিছু ভুঁইফোড় অনলাইন, যারা আসলে সত্য সংবাদের চেয়ে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত, এগুলোকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেব। ইতোমধ্যে এগুলোর রেজিস্ট্রেশনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে, যেগুলো ভুঁইফোড় সেগুলো অটোমেটিক্যালি তখন ফেসআউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে।’

বর্তমান বাস্তবতায় অনলাইন থাকার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিয়ে আমি শুরু থেকে বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে, যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে এটা আজকের পৃথিবীর বাস্তবতা।’

পি

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
X
Fresh