• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমানের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার আইডি হচ্ছে- https://www.facebook.com/ashik.rahman.0097

তিনি বর্তমানে চীন অবস্থান করছেন। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলের দিকে তার এই ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়।

সেখান থেকে তিনি জানান, এমন ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হওয়া খুবই দুঃখজনক। হ্যাকড হবার পর থেকে বিভিন্ন জনের কাছে ফোন যাচ্ছে। এজন্য তিনি সবার কাছে অনুরোধ করেছেন- এই আইডি থেকে কোনও ফোন বা মেসেজ পেলে কোনোরকম তথ্য আদান-প্রদান এবং আর্থিক লেনদেন যেন না করেন।

তিনি সরকারি আমন্ত্রণে এবং তার নেতৃত্বে ১৩ জন সদস্যের সংবাদকর্মী নিয়ে চীন সফরে গেছেন। গত বুধবার(১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে। ১০ দিনের এ সফরে তাদের চীনের বিভিন্ন গণমাধ্যম অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা। আগামী ২২ সেপ্টেম্বর তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।

সি

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
সুরক্ষা বিতর্কে পদত্যাগ করছেন বোয়িংয়ের সিইও
আরটিভিতে আজ যা দেখবেন
ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিইও’র বিরুদ্ধে বোনের মামলা
X
Fresh