• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকোর নতুন কমিটির শ্রদ্ধা

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২১, ১৩:০০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকোর নতুন কমিটির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকোর নতুন কমিটির শ্রদ্ধা, ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোমবার (১ নভেম্বর) সকালে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নতুন কমিটি শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, টেলিভিশন চ্যানেলগুলো ডিজিটালাইজেশন হলে সরকার, টেলিভিশন চ্যানেল মালিক ও ক্যাবল অপারেটররা সবাই-ই লাভবান হবে। টেলিভিশন মাধ্যমের মান বাড়াতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে অ্যাটকো।

ক্লিনফিড বাস্তবায়ন হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মান বাড়াতে, দর্শকদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান তৈরি করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাটকো সভাপতি জানান, টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি নির্ধারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ সব ধরনের কারিগরি সুবিধা দেবে। এ ছাড়া ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের চ্যানেল প্রদর্শনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় অ্যাটকোর নির্বাহী পরিষদ সদস্যসহ বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরটিভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি হুমায়ুন কবির বাবলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দেশ টিভির আরিফ রহমান, নাগরিক টিভির রুবানা হক, একুশে টিভির আবদুস সামাদ, বৈশাখী টিভির টিপু আলম মিলন, এটিএন বাংলার মাহফুজুর রহমান, বাংলাভিশনের আবদুল হক, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন ও এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল প্রমুখ।
পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুয়েটে রাজনীতি চালু রাখার সিদ্ধান্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নির্বাচন কমিশনের পুষ্পস্তবক অর্পণ
X
Fresh