logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

ঢাকার বরেণ্য সাংবাদিকদের সঙ্গে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় 

Munshiganj Press Club exchanged views with eminent journalists of Dhaka
ঢাকার বরেণ্য সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় 

দেশবরেণ্য সাংবাদিকদের সঙ্গে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, আমেরিকার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বিএফইউজের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বিএফইউজে এর সাবেক সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজু আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নুরে জান্নাত আক্তার সীমা, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ রানা, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা। এছাড়াও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শিমুলসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিক নেতারা মুন্সীগঞ্জ জেলা ভ্রমণে পদ্মা সেতু, নাটেশ্বর পত্নতাত্ত্বিক স্থান, অতীশ দীপঙ্করের জন্মস্থানসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

পি

RTV Drama
RTVPLUS